স্টাফ রিপোর্টার ॥ এলাকার শিক্ষার উন্নয়নে অবদান রাখায় লন্ডন প্রবাসী খালেদ আহমদকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলার বুরহানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খালেদ আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক/শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনানুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রবাী খালেদ আহমদকে ক্রেষ্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, খালেদ আহমদ এলাকার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মধ্যে প্রতি বছর বৃত্তি প্রদান করে আসছেন।