স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক হাজী বদরুল ইসলাম বকুল মেম্বারের অকাল মৃত্যুতে সোসাইটির নতুন বাজারস্থ কার্যালয়ে এক শোক সভা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুন নুর এর পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আলিম, মাহমুদুর রহমান চৌধুরী, জাবেদ আহমেদ, রিয়াজুল করিম চৌধুরী জানু, সার্জেন্ট (অবঃ) মিরাজ আলী, শামিম আহমেদ, শাহিনুর রহমান, আনছার উদ্দিন আহমদ, এম আর কে কাপ্তান মিয়া, শিজিল ইসলাম, মোঃ নজির মিয়া, আব্দুল মুকিত, শেখ সইফা রহমান কাকলী, মোছাঃ নুরুন্নাহার, ডাঃ তাপস আচার্য্য, আব্দুল মালিক প্রমুখ।
সভায় মরহুম হাজী বদরুল ইসলাম বকুল মেম্বারের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচলনা করেন সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ আব্দুল মুহিত চৌধুরী।