মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি খুনের মামলার সাথে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। রোববার বিকালে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল আউয়াল অভিযান চালিয়ে উপজেলার শিমুলঘর থেকে নায়েব আলীর ছেলে আলমগীর (৩০) কে গ্রেফতার করে। সে শিমুলঘর গ্রামে জয়নাল হত্যা মামলার এজাহার নামীয় আসামী।