মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরের দু’পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার সকাল থেকে হবিগঞ্জের নিবার্হী ম্যাজিষ্টেট মোঃ নুরুজামানের নেতৃত্বে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের লোকজনের সম্বনয়ে গঠিত উচ্ছেদকারী দল ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলা সদরের দু’পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো অপসারন কাজ শুরু করে। বিকাল পর্যন্ত প্রায় ২ শতাধিক স্থাপনা অপসারন করেন। তবে উচ্ছেদকারী দল চলে যাওয়ার পর অনেকেই আবার নতুন করে স্থাপনা তৈরীর কাজ শুরু করে। এ সময় থানার এসআই সামস্-ই-তাব্রীজসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায় অবৈধ স্থাপনা অপসারনে আবারও অভিযান চালানো হবে।