প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, পৌর যুবদলের আহবায়ক শফিকুর রহমান সিতু ও যুবদল নেতা তৌফিকুজ্জামান রুবেলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। গতকাল শুক্রবার বিকেলে শায়েস্তানগর মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়। মোর্শেদ আলম সাজনের সভাপতিত্বে শেখ মামুনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা যুবদল নেতা শারফিন চৌধুরী রিয়াজ, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান, এডভোকেট গুলজার খান, আবু ছালেক, মালেক শাহ, রবিউর, সেলিম, সোয়েব, হাসিন, বাদশা সিদ্দিকী, মোহাম্মদ আলী, সাহাবউদ্দিন, তারেক আহমেদ, জাহির, আব্দুস সালাম, জয়নাল, শাহনুর, হালিম, মোতাচ্ছির, মনির, জব্বার আহমেদ, তানভির, বেলাল, বাদল, নয়ন, শ্রাবন আহমেদ, সজল আহমেদ, আবু সামা ইছা, ইমরান, মহিউদ্দিন, বাবলু, মাসুম, আরিফ, নাজিম, সায়েদ, আল আমিন, সৈয়দ আলী, সরফরাজ, নাসির প্রমুখ। বক্তারা অবিলম্বে কারাবন্দি নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন। অন্যথায় তারা কঠিন কর্মসূচির হুশিয়ারি দেন।