স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মোহরেরপাড়া মহল্লায় বিয়ের প্রলোভন দিয়ে এক কিশোরীকে ধর্ষণ করেছে লম্পট জাহাঙ্গীর (২৫)। সে ওই উপজেলার আমিরখানী গ্রামের রজব উল্লাহর পুত্র। জানা যায়, গত ২৮ বৈশাখ লম্পট জাহাঙ্গীর ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে শাররিক সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে ওই কিশোরী জাহাঙ্গীরকে বিয়ের জন্য চাপ দেয়। এসময় সে নানান রমক টালবাহানা শুরু করে। এ ব্যাপারে ওই কিশোরীর মা স্থানীয় ভাবে বিচার প্রার্থী হলে লম্পট জাহাঙ্গীর ও তার দলবল আরও ক্ষিপ্ত হয়ে উঠে। ওই পরিবারটি নিরূপায় হলে বানিয়াচং থানায় লম্পট জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।