স্টাফ রিপোর্টার ॥ পুলিশের দায়েরকৃত দ্রুত বিচার ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ৫টি মামলা থেকে জামিন লাভ করেছেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্বাস ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মন্নান। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তার পক্ষে জামিন আবেদন করেন এডভোকেট মোঃ আব্দুল হাই। এ সময় জামিন আবেদনের পক্ষে সিনিয়র আইনজীবিদের মধ্যে শুণানী করেন এডঃ খালেকুজ্জামান চৌধুরী, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডঃ সালেহ আহমেদ, এডঃ নুরুজ্জামান, এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, এডঃ বদরু মিয়া, এডঃ শফিকুল ইসলাম, এডঃ রমিজ আলী, এডঃ মাসুদ করিম আকঞ্জি, এডঃ নুুরুল ইসলাম, এডঃ ফাতেমা ইয়াছমিন, এডঃ আবুল ফজল, এডঃ আয়াতুল ইসলাম, এডঃ জালাল আহমেদ, এডঃ হাবীবুর রহমান, এডঃ ফজলুল হক, এডঃ কুতুব উদ্দিন জুয়েল, এডঃ আব্দুল কাদির, এডঃ মোজাম্মেল হক, এডঃ খোকন, এডঃ সামিউল আলম খানসহ অর্ধশতাধিক আইনজীবি।
জামিন লাভের পর তাদেরকে ফুল দিয়ে বরণ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ এনামুল হক সেলিম, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র আবুল হাসিম, তথ্য ও গবেষনা সম্পাদক ফজলুর রহমান, জেলা ওলামাদল সভাপতি ক্বারী কবির হোসেন, সেক্রেটারী কাশেম বিল্লা নোমান, জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক এডঃ ছগির আহমেদ সাজ্জাদ, জেলা বিএনপির সদস্য ও ব্যকস সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম মতিন, এস এম মানিক, জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, মশিউর রহমান সাচ্চু, সদর থানা ছাত্রদলের আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, আব্দুল হেকিম, শাহিনুর রহমান শাহিন, বৃন্দাবন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, মিজানুর আলম, মহিবুল ইসলাম সুহেল, সালেহ আহমদ, ইকবাল হোসেন, জেলা ছাত্রদল সদস্য আরিফে রাব্বানী টিটু, এম এ রুমেল, মইনুল ইসলাম পারভেজ, সোয়েব চৌধুরী, সাইদুর রহমান, মোঃ মহিউদ্দিন, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, রাজিব আহমেদ, সোহেল আহমদ, আমিনুল ইসলাম ফয়সল, জেলা মটর চালকদল আহ্বায়ক মোঃ তারা মিয়া, মন্নান মিয়া, আব্দুল আলীম, কাউছার মিয়া, লিঠন সরকার, শংকর বনিক, ফটিক শীল, শাহ খোকা, সাদ্দাম হোসেন, বাদল চৌধুরী, আবদাল হোসেন, সাবাতুল, নজরুল ইসলাম, আক্তার, শেখ রাসেল, লিটন, সোহাগ প্রমূখ।