স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুতি ধরের নেতৃত্বে চৌধুরীবাজার এলাকায় ব্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ২টি টমটম ও ১টি ট্রাক অবৈধভাবে পার্কিং করার অভিযোগে ৭শ টাকা জরিমানা করা হয়। এছাড়া রাস্তা দখল করে কাপড় বিক্রির দায়ে এক হকারকে ২শ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন সদর থানার এসআই কৃষ্ণমোহনসহ একদল পুলিশ।