বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের ঋণ আদায়, সঞ্চয়ের অগ্রগতি এবং বাস্তব কার্যক্রম উন্নয়নের বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সুবিদপুর ইউ.পি চেয়ারম্যান মোঃ আবুল কাসেম চৌধুরী, বিআরডিবি চেয়ারম্যান মোঃ ইমরান মিয়া। একটি বাড়ি একটি খামার প্রকল্পের ভারপ্রাপ্ত সমন্বয়কারী তমাল বিজন তালুকদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফিল্ড সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম, সিও গিয়াস উদ্দিন, মাঠ সমন্বয়কারী লাভলী আক্তার, ঝলক কিশোর আচার্য্য, দেবাশীষ তালুকদার, আরফত রহমান ঠাকুর, রিপন বৈষ্ণব, সৈত্যজিত বৈষ্ণব, রতীন্দ্র চন্দ্র দাস, নয়ন চন্দ্র দাশ প্রমূখ।