বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদের ২১ দিন ব্যাপী লিডারশীপ প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বানিয়াচঙ্গ সদর চৌধুরীপাড়া সরকারী প্রাথমিক স্কুলস্থ উপজেলা রিসোর্স সেন্টারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রধান শিক্ষকদের লিডারশীপ ২১ দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ ইকবাল হোসেন। প্রধান অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, উপজেলা ইঞ্জিনিয়ার বিপ্লব পাল। সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার দাশ এর পরিচালনায় ও প্রধান শিক্ষক আওলাদ হোসেন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ হাফিজুল ইসলাম, প্রধান শিক্ষক শাহিনা খানম, অরুন কুমার দাস, সুজিত বিশ্বাস, আবুল ফজল, আলী রহমান, গকুলেন্দু রায়, মোঃ ফারুক মিয়া, মোঃ আবু ইউছুফ, সুকেশ কুমার চন্দ, রাতুল মজুমদার, মাওলানা আব্দুল হাই, আব্দুল কাইয়ুম, আসাদুজ্জামান খান, বাবলী রানী আচার্য্য, মাহমুদা খাতুন, হিমাংশু রঞ্জন চন্দ, মোজাম্মিল হোসেন খান, লিটন কুমার দাস, অরুন কুমার দাশ, সাইফুল আলম, নাদির বখত সোহেলী, আবুল ফজল, মনিরুল ইসলাম প্রমুখ।