স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের জয়নগর গ্রামে দু’দলের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় জয়নগর গ্রামের মৃত মুসলিম মিয়ার পুত্র জাহেদুল হক (৩০), হাজী আছকির আলীর পুত্র রুহুল আমিন (৩৫) ও মানিকাআব্দা গ্রামের নেছার আলীর পুত্র আনিছ মিয়া (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।