স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় দলিত জনগোষ্ঠী ৬৭ হাজার ৩৫৮ জন। হরিজন জনগোষ্ঠীর সংখ্যা ১৭ হাজার ৬৭৭জন এবং বেদে জনগোষ্ঠীর সংখ্যা ৪৭৫জন। এই ৮৫ হাজার ৫১০ জনের মধ্যে ৯৫ শতাংশই নিরক্ষর বা অশিক্ষিত। দারিদ্র সীমার নিচে বসবাস এই জনগোষ্ঠী সমাজের শুদ্ধতা রক্ষায় কাজ করলেও তারা ঘৃণ্য ও বৈষম্যের শিকার। এই বঞ্চিত জনগোষ্ঠীর মান উন্নয়নে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এরই অংশ হিসাবে তাদের জন্য হবিগঞ্জে আয়োজন করা হয়েছে ড্রাইভিং, মোবাইল ফোন সার্ভিসিং এবং মৎস্য ও পশুপালন প্রশিক্ষণ। ৫০দিন ব্যাপি এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৫০জন অনগ্রসর জনগোষ্ঠীর যুবক।
গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. সুয়েব হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এডিএম শাহিনা ফেরদৌসী।