স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুতি ধরের নেতৃত্বে গতকাল বুধবার সকালে চৌধুরীবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় কোকাকোলা আইসক্রীম ফ্যাক্টরীকে নোংরা ও কৃত্রিম রং মেশানোর অপরাধে ১০ হাজার টাকা, প্রকাশ্যে ধূমপানের অপরাধের ৭জনকে ১শ টাকা করে ৭শ ও ২ জনকে ৫০ টাকা করে ১শ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টকে সহযোগিতা করে সদর থানা পুলিশ।