স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার সুজাতপুর গ্রামে আলাই মিয়া (৪০) নামে এক ধান ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে এক দল দুর্বৃত্ত। দুর্বৃত্তরা আলাই মিয়ার নিকট থেকে প্রায় পৌণে ৩ লাখ টাকা ও মোবাইল নিয়ে গেছে। গুরুতর অবস্থায় আলাই মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুজাতপুর গ্রামের নয়াহাটীর সাবাজ আলীর পুত্র ধান ব্যবসায়ী আলাই মিয়া জানান, তিনি গতকাল ধান বিক্রি শেষে ২ লাখ ৭৫ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি রাত ৯ টার দিকে সুজাতপুর গ্রামের লম্বাহাটী ফারুক মিয়ার বাড়ির নিকট পৌছুলে ৬/৭ জনের একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। দুর্বৃত্তরা তাকে হাত-পা বেধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় দুর্বৃত্তরা তার নিকট থেকে নগদ পৌনে ৩ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে তার চিৎকারে লোকজন এসে হাত-পা বাধা অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালে চিতিৎসাধিন আহত আলাই মিয়া জানান, তিনি দুর্বৃত্তদের ২/১ জনতে চিনতে পেরেছেন।