প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা ছাত্রলীগ নেতা রিপন আহমেদ রাজনের নেতৃত্বে হবিগঞ্জ পৌরসভার শায়েস্থানগর, মোহনপুর, অনন্তপুর ও রাজনগর এলাকার শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এসময় একটি পরিচ্ছন্ন ও আদর্শ পৌরসভা গড়তে তারা আতাউর রহমান সেলিমকে মেয়র পদে সমর্থন প্রদান করেন ও তাকে মেয়র নির্বাচিত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জবাবে আতাউর রহমান সেলিম ছাত্রলীগ নেতাদের সমর্থন ও সহযোগিতার প্রস্তাবে ধন্যবাদ জানিয়ে বলেন জেলা আওয়ামীলীগ সভাপতি হবিগঞ্জ লাখাই থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহিরের নেতৃত্বে একটি আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন।