স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ছোট সাকুয়া গ্রামের প্রতারক দুই ভাইয়ের কথিত ৫০ লাখ টাকার চেক ডিজওনার মামলা থেকে খালাস পেয়েছেন হবিগঞ্জের উমেদনগরের পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী মৃত কালিপদ রায়ের পুত্র সুজন রায়। সুজন রায় “সুজন পোল্ট্রি ফার্ম” ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হিসাবে নবীগঞ্জের ছোট সাকুয়া এলাকার টুকের বাজার নামক স্থানে ব্যবসা খুলেন। সুজন পোল্ট্রি ফার্মের ওই ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন ছোট সাকুয়া গ্রামের মুকিম আলীর পুত্র আব্দুল ওয়াহিদ। ব্যবসা বাণিজ্যের কারণে সুজন রায় ব্যাংক লেনদেনের জন্য কিছু স্বাক্ষর করা চেক তার ব্যবাসায়ীক অংশীদার আব্দুল ওয়াহেদের কাছে রেখে আসেন। এই ফাকে আব্দুল ওয়াহেদ ও তার ভাই শহিদ মিয়া সুজন রায়ের অন্তত ৬টি চেক গোপন করে। এক পর্যায়ে দুটি চেকের একটিতে আব্দুল ওয়াহেদ ৫ লাখ টাকার এবং অপর চেকটিতে শহিদ মিয়া ৪৫ লাখ টাকা লিখে তা ব্যাংকে উপস্থাপন করে এবং ডিজওনার করিয়ে কোর্টে মামলা দায়ের করেন। মামলাটি বিচারের জন্য যুগ্ম দায়রা জজ ১ম আদালতে স্থানান্তর করা হয়। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে আব্দুল ওয়াহেদ ও শহিদ মিয়া তাদের পক্ষে দায়ের করা মামলা প্রমাণে সম্পূর্ণ ব্যর্থ হয়। অবশেষে গত ৩০ এপ্রিল বিজ্ঞ যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক নীলুফার শিরীন ওই মামলার রায়ে সুজন রায়কে খালাস প্রদান করেন। শহিদ মিয়া ও আব্দুল ওয়াহেদের জাল জালিয়াতির শিকার বাউসা গ্রামের বিভু আচার্যী, বড় বাখৈর গ্রামের মাসুম চৌধুরী ও করগাও গ্রামের শামসি বেগমসহ একাধিক ব্যক্তি জানান- বিদেশ নেয়ার কথা বলেও তারা সাধারণ মানুষের সাথে প্রতারনা করে আসছে।