প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা শাখার তৃনমূল কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি করে মর্তুজা আহমেদ রিপনকে আহ্বায়ক, শাহ আলম ও অলিউর রহমান অলিকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ সদর উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়েছে। গতকাল রাতে জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল ও সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ কমিটি অনুমোদন করেন।