এক্সপ্রেস রিপোর্ট ॥ রাজধানীর শিশুপার্কের সামনে বাস পোড়ানোয় উস্কানি দেয়ার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ১৯ জন শীর্ষ নেতার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে শাহবাগ থানার এসআই সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকী তিন জন অজ্ঞাতনামা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শাহবাগে শিশুপার্কের বিপরীত পাশে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিলে ১৯ জন দগ্ধ হয়। এদের মধ্যে ২ জন মারা গেছেন।
মামলার অন্য আসামীরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিভজী, আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা, সালাহ উদ্দিন আহমেদ, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভূঁইয়াসহ আরো কয়েকজন শীর্ষ নেতা। রমনা পুলিশের উপ কমিশনার মারুফ হাসান সরদার জানান, শাহবাগ থানায় দায়ের করা এই হত্যা মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের উস্কানি ও ইন্ধনদাতা হিসাবে দেখানো হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৭১ ঘণ্টার অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শাহবাগে শিশুপার্কের বিপরীত পাশে ঘটে এ ঘটনা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মোড় ঘোরার সময় দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে মারে। মুহূর্তে বাসে ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ হন সাংবাদিকসহ কমপক্ষে ১৯ জন আরোহী। এর পর রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ যাত্রীদের মধ্যে নাহিদ মোল্লা (১৫) নামে এক কিশোর মারা যায়। এরপর শুক্রবার বিকাল ৩টার দিকে আরো এক জন মারা যায়।