স্টাফ রিপোর্টার ॥ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার গোপায়া ইউনিয়নে মাতৃত্বকাল ভাতাভোগী গ্রামীণ দরিদ্র মায়েদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য সচেতনতা বিষয় সম্পর্কে উপস্থিত মাতৃত্বকাল ভাতাভোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গোপায়া ইউপি চেয়ারম্যান চৌধুরী জিবাহুল বারী লিটন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার কুহেলিকা সরকার, অফিস সহকারী আলমগীর হোসেন, জাগরণী মহিলা সমিতির সভানেত্রী অর্পনা পাল।
ইতিপূর্বে রিচি ও পৈল ইউনিয়ন পরিষদে মাতৃত্বকাল ভাতাভোগী গ্রামীণ দরিদ্র মায়েদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে মহিলা বিষয়ক অফিস সূত্রে জানা যায়।