বানিয়াচং প্রতিনিধি ॥ স্থানীয় সরকার সিলেট বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ৪টি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। গতকাল সোমবার সকালে ইউএনও অফিস পরিদর্শনকালে স্থানীয় সরকারের সকল কার্যক্রমের নথিপত্র পর্যবেক্ষণ করেন। পরে বানিয়াচং সদর উত্তর পূর্ব ইউ.পিতে নির্মানাধীন কমপ্লেক্স ভবন পরিদর্শনকালে বাউন্ডারী ওয়ালের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইউনিয়ন পাঠাগার ও নির্মানাধীন ইউ.পি মার্কেট দেখে ইউ.পি ও ইউনিয়নবাসীর প্রশংসা করেন। বিকেলে ৩নং বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউ.পি পরিদর্শনকালে উপজেলার ইউনিয়ন পরিষদগুলির কার্যক্রমের স্বচ্ছতা অক্ষুন্ন রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। এসময় সঙ্গীয়দের মধ্যে ছিলেন স্থানীয় সরকার সিলেট বিভাগীয় উপ-পরিচালক পরিমল সিংহ, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম, বিভাগীয় ফ্যাসিলিটেটর অসিম কুমার কর্মকার, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউ.পি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগীয় অফিস সহকারী বিধু ভূষন ধর, ইউপি সচিব জ্যোতির্ময় দাশ, সচিব বলাই চক্রবর্তী, সচিব আলফাজ উদ্দীন, সচিব রাজেন চন্দ্র নন্দী, উপজেলা টেকনিশিয়ান মোঃ কাউছার আহমদ, ইউডিসি উদ্যোক্তা ফোরামের সভাপতি আনছার আলী, মোঃ ফারুক আহমদ, টিসি বুলবুল ধর প্রমুখ। ইতোপূর্বে সিলেট থেকে বানিয়াচং আসার পথে সুবিদপুর ইউ.পি অফিস পরিদর্শন করেন।