স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলাসহ বিভিন্ন মামালার ৪ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার ভোর রাতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে এস আই আতিকুল আলম খন্দকার সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চালায়। অভিযানকালে চুনারুঘাট উপজেলার হলদিউরা গ্রামের নারী নির্যাতন মামলার পলাতক আসামী ফজলু মিয়া (৪০ কে গ্রেফতার করে। অপর দিকে যশোরের প্রতারণা মামলার আসামী মোজাহিদ মিয়া (৩৮) কে শায়েস্তাগঞ্জ পৌরএলাকার পুরানবাজার থেকে গ্রেফতার করা হয়। সে বিবাড়ীয়া জেলার নাছিন নগর উপজেলার নুরপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। অপর এক অভিযান চালিয়ে পলাতক দুই আসামী জাহাঙ্গীর মিয়া (৩২) ও শামীম মিয়া (৩০) কে শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করে পুলিশ।