স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ পলাতক ২ আসামীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, হারুনী গ্রামের উমাকান্ত দাসের ছেলে কালাবাসী দাস ও লোহাজুড়ী গ্রামের মৃত আজগর আলী ছেলে মোঃ রশিদ মিয়া। গত রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে বানিয়াচং থানার এসআই শফিকুল ইসলাম ও এসআই আব্দুল ছালাম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এদের মধ্যে কালাবাসী দাস ২বছরের সাজাপ্রাপ্ত বলে পুলিশ জানিয়েছে।