রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ফসলি জমির মাটি ও নদীর চড়ের বালু উত্তোলনের মহাউৎসব মাধবপুরে গাঁজাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শহরে দিন-দুপুরে চুরি ৫ লাখ টাকার মাল লুট বানিয়াচংয়ে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ড্রেজার মেশিন জব্দ শায়েস্তাগঞ্জে বিভিন্ন মামলায় পলাতক ২ আসামি গ্রেপ্তার মাধবপুরে অস্ত্রসহ ৩ পেশাদার ছিনতাইকারি গ্রেফতার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকার খালে ॥ আহত ১৫ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা ২দিন পর উদ্ধার নবীগঞ্জের বায়তুল হিকমা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাহদী হাসান ॥ জানি না বলে ফরজ কাজ এড়িয়ে চলার সুযোগ নেই শায়েস্তাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেফতার ১

নবীগঞ্জ হাসপাতাল পরির্দশন করলেন উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মে, ২০১৫
  • ৪৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকষ্মিক পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ। দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় হাসপাতাল সম্পর্কে সচিত্র সংবাদ প্রকাশের পর গতকাল সোমবার সকালে তাঁরা পরিদর্শনে যান। পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত টিএইচও ডাঃ মুছা হাওলাদারের সাথে কথা বলেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের খোঁজখবর নেন। পরে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার হাসপাতালের আন্তঃ ও বহিঃবিভাগের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। বিভিন্ন দপ্তর ঘুরে নির্বাহী অফিসার যার যার দায়িত্ব যথাযথভাবে পালনসহ রেজিষ্ট্রার এন্ট্রি করার উপর গুরুত্বারোপ করেন। তিনি হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি রোগীদের সঠিকভাবে সেবা নিশ্চিত করণের বিষয়েও তাগিদ দেন। পরে নব নির্মিত ৫০ শয্যার হাসপাতালের নির্মাণ কাজ পরির্দশন করেন। এসময় নির্মাণ কাজে নিম্নমানের জিনিস পত্র যাতে ব্যবহার না হয় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টিএইচও ডাঃ মুছা হাওলাদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, ডাঃ নগেন্দ্র দাশ, ডাঃ সুবর্ণা পোদ্দার, ডাঃ ইফতেখার আহমদ, ডাঃ শাহরিয়ার, ডাঃ সাইফুর রহমান সাগর, বিশিষ্ট ব্যবসায়ী আহমদ ঠাকুর রানাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, গত রবিবার দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা নিয়ে একটি সচিত্র রিপোর্ট প্রকাশিত হয়।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী জানান, আমরা হাসপাতাল পরিদর্শন করেছি। হাসপাতালের আসা রোগীদের সঠিকভাবে চিকিৎসা সেবা দেয়ার জন্য ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com