মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাস ভবনে বজ্রপাতে ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ১টি কম্পিউটার, ১টি ল্যাপটপ, রঙ্গিন টেলিভিশনসহ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। এ সময় আহত হয়েছেন ইউএনও এর বাসার কেয়ার টেকার আব্দুল্লাহ মিয়া। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম এ সময় নিচ তলায় বাথরুমে ছিলেন। তাঁর পরিবার বাসায় ছিলেন না। তারা থাকেন সিলেটে। বেড রুমের টিভির ডিসক্যাবল সংযোগ তারটিতে বজ্রপাত আঘাত করলে টিভিতে লেগে যায়। মূহুর্তে আগুন ভেতর ছড়িয়ে পড়ে।
জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে হালকা বাতাস বয়। বাসায় থাকা কেয়ার টেকার আবদুল্লাহ নিচ তলায় রান্না ঘরে ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত ঘটলে পোড়া গন্ধ পান তিনি। তাৎক্ষনিক বাসার বাইরে গিয়ে ওপর তলায় ধোয়া দেখে তিনি চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন এসে বজ্রপাতের আগুন নেভান। আগুন নেভাতে গিয়ে আব্দুুল্লাহ আহত হন। এছাড়া বজ্রপাতে বানিয়াচং সদরের আরো প্রায় ১০/১৫ টিভি পুড়ে নষ্ট হয়েছে বলে খবর পাওয়া গেছে।
৩/৪দিন পূর্বে ইউএনও’র বাসা সংলগ্ন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ এর সরকারী বাস ভবন সংলগ্ন একটি গাছে বজ্রাঘাত হয়। এতে গাছটি দু’ভাগ হয়ে যায়।