স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চেকপোষ্ট বসিয়ে অবৈধ মোটর সাইকেল ও যানবাহন তল্লাশী শুরু হয়েছে। গতকাল রবিবার বিকেলের সদর থানার এসআই ওয়াহেদ গাজীর নেতৃত্বে একদল পুলিশ শহরের সার্কিট হাউজ রোড এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করেন। এসময় কাগজবিহীন দুটি মোটর সাইকেল আটক করা হয়। আরোহীরা কাগজ নিয়ে আসার কথা বলে সটকে পড়ে।