স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত নবীগঞ্জের আউশকান্দির জনপ্রিয় ইউপি সদস্য ও ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি হাজী বদরুল ইসলাম বকুলের কবর জিয়ারত করেছেন আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী। কবর জিয়ারত পূর্বে বদরুল ইসলাম বকুলের বাড়িতে পরিদর্শন করে পরিবার পরিজনকে শান্তনা দেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মিলাদ গাজী।
শনিবার বিকেলে মরহুমের কবর জিয়ারতকালে মিলাদ গাজীর সাথে ছিলেন, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এম মুজিবুর রহমান, যুবলীগ নেতা শামিম আহমদ, শ্রমিকলীগ নেতা দিলশাদ আহমদ।