প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গে বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউ.পি সদস্যা মোছাঃ সাবেরা খাতুন। সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আনছার আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউ.পি সদস্যা আম্বিয়া খাতুন, শিরিকা বেগম, মেম্বার আয়ুব আলী, জাহাঙ্গীর আলম, নুর আহাম্মদ, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, ইউ.পি সচিব রাজেন চন্দ্র নন্দী, টিসি বুলবুল ধর, আবিদ মিয়া, আনোয়ার মিয়া প্রমুখ।