প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের হযরত শাহ্ সদর উদ্দিন কোরেশী (রহঃ) হাফিজিয়া মাদ্রাসা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার সকালে কর্মশালা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও মোঃ জাকির হোসেনের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মুহিত রাসেল। শুরুতে কোরআন তেলওয়াত করেন যাকওয়ান আহমদ। নাতে রাসূল পরিবেশন করেন আব্দুল ওয়াহিদ। শানে ফুলতলী (রহঃ) পরিবেশন করেন সুহেল আহমদ। কর্মশালা ও কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা তালামিযের সভাপতি জালাল উদ্দিন মোঃ ধন মিয়া, মাদ্রাসা শিক্ষক হাফিজ আব্দুল জলিল, আউশকান্দি ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ মিলাদ হোসেন। উক্ত কাউন্সিলে নির্বাচন কমিশনার উপজেলা শাখার সভাপতি জালাল উদ্দিন মোঃ ধন মিয়া ২০১৩-২০১৪ সালের জন্য জাকির হোসেনকে সভাপতি, জাকারিয়াকে সহ-সভাপতি, হোসাইন আহমদ সানীকে সাধারণ সম্পাদক, আবুল হোসেনকে সহ-সাধারণ সম্পাদক, সুহেল আহমদকে সাংগঠনিক সম্পাদক, জসীম উদ্দিনকে সহ-সাংগঠনিক সম্পাদক করে হযরত শাহ্ সদর উদ্দিন কোরেশী (রহঃ) হাফিজিয়া মাদ্রাসার ৩৩ সদস্য কমিটি ঘোষনা করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা তালামীযে ইসলামিয়ার সাধারণ সম্পাদক আব্দুল মুহিত রাসেল বলেছেন, তালামীযের মূললক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) সন্তষ্টি অর্জন করা রাসূলে পাক (সাঃ) আদর্শে অনুপ্রানিত হয়ে আমাদের পীর ও মুর্শিদ শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) তাহার সারা জীবন ইসলামের প্রকৃত আদর্শ প্রচার প্রসারে কাজ করে গেছেন। আমরা তাঁহার উত্তরসূরী।