রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ফসলি জমির মাটি ও নদীর চড়ের বালু উত্তোলনের মহাউৎসব মাধবপুরে গাঁজাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শহরে দিন-দুপুরে চুরি ৫ লাখ টাকার মাল লুট বানিয়াচংয়ে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ড্রেজার মেশিন জব্দ শায়েস্তাগঞ্জে বিভিন্ন মামলায় পলাতক ২ আসামি গ্রেপ্তার মাধবপুরে অস্ত্রসহ ৩ পেশাদার ছিনতাইকারি গ্রেফতার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকার খালে ॥ আহত ১৫ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা ২দিন পর উদ্ধার নবীগঞ্জের বায়তুল হিকমা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাহদী হাসান ॥ জানি না বলে ফরজ কাজ এড়িয়ে চলার সুযোগ নেই শায়েস্তাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেফতার ১

সিলেট বিভাগীয় সম্মেলনে মাওলানা আনোয়ার আলী- শিক্ষিত বেকারত্বের সমস্যা দুর করতে হোমিও কলেজ অপরিহার্য

  • আপডেট টাইম রবিবার, ১০ মে, ২০১৫
  • ৪১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ৮ মে শুক্রবার ১১টায় সিলেট বন্দর বাজার জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ হোমিও প্যাথিক পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট বিভাগীয় ডাক্তারদের এক বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাহোপ সিলেটের সভাপতি ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেবের  সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব ডাঃ এ এ এম শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাহোপ কেন্দ্রীয় সংসদ ঢাকা-এর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডাঃ আব্দুল করিম। বিষয়বস্তুর উপর মুল প্রবন্ধকার ছিলেন ডাঃ শেখ ফারুক এলাহী। উক্ত বিষয়ের উপর আলোচনা পেশ করেন হবিগঞ্জ হোমিও কলেজের অধ্যক্ষ ডাঃ মাওলানা মোঃ আনোয়ার আলী, প্রফেসর ডাঃ পরিমল চন্দ্র দেব, প্রফেসর ডাঃ শিব্বির আহমদ, প্রিন্সিপাল ডাঃ আব্দুল হান্নান চৌধুরী। উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  ডাঃ মোঃ আব্দুল হক, ডাঃ অঞ্জন দাশ, ডাঃ ছাদিক আহমেদ সহ সিলেট বিভাগের বিশিষ্ঠ হোমিও ডাক্তারবৃন্দ ও সুধিবৃন্দ। এ অনুষ্ঠানে  হবিগঞ্জ থেকে অংশগ্রহন করে ছিলেন ডাঃ ছুরত আলী তরপদার, ডাঃ বীরেশ্বর ভট্রাচার্য, ডাঃ সুব্রত চক্রবর্তী, ডাঃ মোঃ রমজান আলী, পল্লী চিকিৎসক গোলাম রাব্বানী ঠাকুর, ডাঃ মোঃ আব্দুল খালেক, ডাঃ জিতেন্দ্র দেব, ডাঃ অসীম আচার্য, ডাঃ সম্পা রানী দাশ, ডাঃ মোঃ হাবিবুর রহমান, ডাঃ নন্দ দেব রায় নানু, ডাঃ প্রশান্ত চন্দ্র দেব, ডাঃ মোঃ আব্দুল জলিল, ডাঃ মো নুমান উদ্দিন প্রমুখ।
ডাঃ মাওলানা আনোয়ার আলী তার বক্তৃতায় বলেন বর্তমান বাংলাদেশে শিক্ষিত বেকারের হার দিন দিন বেড়েই চলছে। উক্ত বেকারত্বের হাত থেকে রেহাই পেতে হলে দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে হলেও হোমিও মেডিকেল প্রতিষ্টা প্রয়োজন। দেশে বর্তমানেও সাধারন জনগণ কম খরচে চিকিৎসা পেতে হলে হোমিও চিকিৎসার বিকল্প নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com