স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে মনির উদ্দিন (২৫) নামে এক ব্যক্তিকে পিঠিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহতাবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আতাব আলীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল মনির উদ্দিনের। এর জের ধরে গতকাল তাকে মারধর করা হয়।