রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ফসলি জমির মাটি ও নদীর চড়ের বালু উত্তোলনের মহাউৎসব মাধবপুরে গাঁজাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শহরে দিন-দুপুরে চুরি ৫ লাখ টাকার মাল লুট বানিয়াচংয়ে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ড্রেজার মেশিন জব্দ শায়েস্তাগঞ্জে বিভিন্ন মামলায় পলাতক ২ আসামি গ্রেপ্তার মাধবপুরে অস্ত্রসহ ৩ পেশাদার ছিনতাইকারি গ্রেফতার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকার খালে ॥ আহত ১৫ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা ২দিন পর উদ্ধার নবীগঞ্জের বায়তুল হিকমা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাহদী হাসান ॥ জানি না বলে ফরজ কাজ এড়িয়ে চলার সুযোগ নেই শায়েস্তাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেফতার ১

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে তিন সাহসী বঙ্গ কন্যার জয়

  • আপডেট টাইম শনিবার, ৯ মে, ২০১৫
  • ৫৮৪ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ যুক্তরাজ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে সাধারণ নির্বাচন। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই জিতে যান তিন সাহসিনী কন্যা। আর বাংলাদেশ এবং যুক্তরাজ্যের বাংলা কমিউনিটিতে নির্বাচনের ফল নিয়ে শুরু হয়েছে আনন্দ উল্লাস। চুড়ান্ত ফলের আগেই জিতে গেছে বাংলাদেশ। জয় হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত তিন সাহসী কন্যা রুশনারা, টিউলিপ ও রূপার। পার্লামেন্ট নির্বাচনে এমপি পদের জন্য লেবার দলের হয়ে লড়ে জয়ী হন তিন বাংলাদেশি কন্যা রুশনারা আলী, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও ড. রূপা আশা হক। তারা প্রত্যেকেই মন জয় করতে সক্ষম হয়েছেন যুক্তরাজ্যের সাধারণ মানুষের। তবে গতবারের নির্বাচনে (২০১০সাল) জয়ী হয়ে প্রথম ব্রিটিশ পার্লামেন্টে এমপি হন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। তাঁর IMG_5775 copyবিজয়ের মধ্য দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশিদের অভিষেক ঘটে। এবারে তিনি আর একা নন। সঙ্গে যুক্ত হয়েছেন আরো দুইজন সাহসী বঙ্গকন্যা। এর মধ্যে রয়েছেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা শেখ রেহেনার মেয়ে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। আরেক সাহসী কন্যা শিক্ষিকা ড. রূপা আশা হক। রুশনারা আলীর জন্ম সিলেটের বিশ্বনাথে। গতবার পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে প্রায় ১২ হাজার ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হন। এবারও একই আসনে লড়েছেন তিনি। জয় পেয়েছেন ৬১ শতাংশ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র ১৫ শতাংশ ভোট। যা দেখে বলা যায় রুশনার কাছে পাত্তাই পায়নি প্রতিদ্বন্দ্বী নেতা স্মিথ। লেবার পার্টির হয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ৪৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে। ২৩ বছর ধরে লেবার পার্টির দখলে রয়েছে এ আসনটি। কিন্তু ২০১০ সালের পার্লামেন্ট নির্বাচনে লেবারদলীয় প্রার্থী গ্লেন্ডা জ্যাকসন অনেকটা হারতে হারতেই মাত্র ৪২ ভোটে জিতে যান এ আসনে। এ কারণেই ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবার এ আসনটিকে টার্গেট সিট বানিয়েছিল। কিন্তু না এ আসনে বঙ্গবন্ধুর নাততি টিউলিপ শক্ত হাতে হাতল ধরেন। ফলে হাজার ভোটের ব্যবধানে প্রতিপক্ষ দলের প্রার্থী মার্কোসকে পেছনে ফেলে জয় ছিনিয়ে আনেন তিনি। এ আসনটি ব্রিটেনের দ্বিতীয় সর্বোচ্চ বাঙালি অধ্যুষিত। তবে জয় যত সহজে বলা যায় টিউলিপের জন্য বিষয়টা তত সহজ ছিল না। মা শেখ রেহানা হয়তো গর্বের সঙ্গেই বলবেন, তার মেয়ে টিউলিপের এ পর্যন্ত আসার পেছনে পারিবারিক রাজনৈতিক পরিচয় কোনো ভূমিকা রাখেনি। কিন্তু ঠিক ওই কারণেই স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপকে কিছু নোংরা রাজনীতির মুখোমুখি হতে হয়েছে। টিউলিপের খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ যখনই কোনো ছোটখাটো বিষয় সামনে এনেছে, তখনই তা লুফে নিয়ে সমালোচনায় মুখর হয়েছে ব্রিটেনের ডানঘেঁষা সংবাদমাধ্যমগুলো। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিনের সঙ্গে একটি গ্র“প ছবি নিয়ে হৈচৈ এমনই একটি ঘটনা। তাই স্থানীয়দের মাঝে টিউলিপকে নিয়ে বাড়তি আগ্রহও দেখা যায় ভোটের আগে। যা বিজয়ে রূপ নেয়। অপরদিকে, লন্ডনের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকট। এ আসনে গতবার তিন হাজার ৭১৬ ভোটের ব্যবধানে বিজয়ী হন কনজারভেটিভ দলীয় প্রার্থী এঞ্জি ব্রে। ২০১০ সালের নির্বাচনে এঞ্জি ব্রে পেয়েছিলেন ১৭ হাজার ৯৪৪ ভোট। ১৪ হাজার ২২৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন লেবার দলের প্রার্থী। তবে এবারে শত চেষ্টা করেও বাঙ্গালী ব্রিটিশের কাছে রক্ষা হলো না তার। এঞ্জি ব্রে হার মানেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. রূপা আশা হকের কাছে। মুলত ব্রিটেনের পার্লামেন্টে বাংলাদেশের প্রবাসীরা সেই ১৯৯৪ সালেই যাবার স্বপ্ন দেখেছিলো যখন বাংলাদেশী অধ্যুষিত বেথনালগ্রীন বো আসনের এমপি পিটার শুর বিদায় নেন। কিন্তু কোন্দল বাংলাদেশীদের কপাল পুড়ায়। সেই সময় উনাকিং এমপি হন লেবার থেকে। রুশনারা আলী গত নির্বাচনে সেই আসা পূরন করেন। এবার দ্বিতীয়বারের মতো জিতলেন ৩০ হাজার ভোটের ব্যবধানে। এখানে লেবার থেকে বাংলাদেশী বৃটিশ দাঁড়ালেই জিতবেন সবাই এমনটা জানতেন। তবে চমক দেখিয়েছেন লন্ডনের টাফ সিট থেকে বিজয়ী শেখ রেহানার কন্যা ও বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী। তিনি ১ হাজার একশ বেশি ভোটের ব্যবধানে জিতলেন। তার দিকে বাংলাদেশের মানুষের দৃষ্টিও ছিলো বেশী। আরেক বাংলাদেশী কন্যা ড. রূপা আশা হক হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৭৪ ভোটের ব্যবধানে জিতেছেন। আমাদের তিন সন্তানের বিজয়ে আমরা আনন্দিত গর্বিত। আমাদের অভিনন্দন তাদের জন্য। বিশ্বজুড়ে আজ বাংলাদেশীদের নেতৃত্ব। এক সময় ব্রিটিশরা শাসন করতো এ উপমহাদেশকে। আর আজ যুগের পরিবর্তনের ফলে ব্রিটিশদের শাসন করতে যাচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করা বাংলাদেশী তিন কন্যা। তাদের জন্য শুভ কামনা রইল হবিগঞ্জ তথা বাংলাদেশে বসবাসকারী বাংঙ্গালীদের পক্ষ থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com