আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পিটুয়া নামক স্থানে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাত সাড়ে ১১ টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয় লোকজন রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পিটুয়া নাম স্থানে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোন গাড়ীর চাপায় তার মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানা নিয়ে যাওয়া হয়।