স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের নিজগাঁওয়ে মাসুক মিয়া (১৭) নামে এক কিশোর আত্মহত্যার চেষ্টা করেছে। সে ওই গ্রামের লেবু মিয়ার পুত্র। গতকাল শুক্রবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। ঘরে ছটপট করতে দেখে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়েছে। সে শায়েস্তাগঞ্জ রেল স্টেশন এলাকার মানিক মিয়ার চা দোকানের শ্রমিক বলে জানা গেছে।