প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি, দুর্যোগের ক্ষতি কমিয়ে আনি।’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৫। এ দিবস উপলক্ষে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গতকাল শুক্রবার শহরের আরডি হলে এ সকল কর্মসুচী পালিত হয় ইউনিসেফ বাংলাদেশ-এর সহযোগিতায় এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটির ক্ষমতায়ন কর্মসুচীর আওতায়। আরডি হল মঞ্চে সকাল ১০ টায় শুরু হয় আলোচনা সভা। হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সহ সভাপতি মাহফুজা জাফরীন, সুবর্ণা চৌধুরী, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহীনা ফেরদৌসী, স্থানীয় সরকার উপ-পরিচালক দিলীপ কুমার বনিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, পৌর কাউন্সিলর শেখ নূর হোসেন, চিত্রশিল্পী আলাউদ্দিন আহমেদ, কবি অপু চৌধুরী। এছাড়াও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। চিত্রাংকন প্রতিযোগিতায় ৪ টি বিভাগে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী। প্রতিযোগিতা শেষে সকল অংশগ্রহণকারীর মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতার সার্বিক পরিচালনায় ছিলেন হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাস।