স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার মনতলা গ্রামে নানার বাড়িতে দ্বীন ইসলাম (২০) নামে এক যুবকের আত্মহত্যা করেছে।
জানা যায়, বি-বাড়িয়া জেলার বিজয় নগর থানার মুরাদপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র দ্বীন ইসলাম (২০) এর সাথে কামালমোড়া গ্রামের হারুনুর রশীদের কন্যা সহপাঠী বিথী আক্তার (১৭) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিছুদিন আগে প্রেমিক-প্রেমিকারা পালিয়ে যায়। এ ব্যাপারে বিথীর বাবা মামলা করলে দ্বীন ইসলাম ও তার মা জেল হাজত বাস করে। সম্প্রতি সে বিথীর বাবার ভয়ে নানার বাড়ি মাধবপুরের মনতলা গ্রামে বসবাস করে। ওইদিন সে নানার বাড়ির সবার অলক্ষ্যে বিষপান করে ছটপট করতে থাকলে প্রথমে তাকে বি-বাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশংকাজনক অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হলে পথে সে মারা যায়। এদিকে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য বিজয়নগর থানায় নেয়া হলে সেখান থেকে বলা হয় ঘটনা যেহেতু মাধবপুরে সেহেতু হবিগঞ্জে ময়নাতদন্ত করতে হবে। ফলে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিয়ে আসলে গতকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।