প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওঃ কাজী এম. হাসান আলীকে নবীগঞ্জ উপজেলা তালামীযের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান উপলক্ষে গত সোমবার বিকাল ৩টায় নবীগঞ্জ শহরস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শাখার সভাপতি জালাল উদ্দিন মোঃ ধন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মন্নান এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আন্জুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওঃ কাজী এম. হাসান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল, নবীগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ সজ্জাদুর রহমান, পৌর আল-ইসলাহ’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইসমাইল মিয়া, উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান, প্রশিক্ষন সম্পাদক মোঃ শাহীদ আলম, সদস্য মোঃ মাসুদুর রহমান মাসুদ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওঃ কাজী এম. হাসান আলী বলেন, ইসলামের প্রকৃত আক্বিদা, আদর্শ সমাজে বাস্তবায়নে আল-ইসলাহ ও তালামীযের ইসলামিয়ার নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রঃ) ছিলেন দ্বীনের একজন খাদিম। তাহার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।