স্টাফ রিপোর্টার ॥ বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচারের একাধিক মামলায় জামিন পেয়েছেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের ৩ নেতা। তারা হলেন, হবিগঞ্জ জেলা ছাত্রদল সদস্য মইনুল ইসলাম পারভেজ, বৃন্দাবন কলেজ ছাত্রদল সদস্য আমিনুল ইসলাম ফয়সল ও হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য জুয়েল মিয়া। গত বৃহস্পতিবার হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নিশাত সুলতানার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী শেষে তাদের জামিন প্রদান করেন।
আসামী পক্ষে মামলা পরিচালনা করেন, এডঃ আব্দুল হাই, এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, এডঃ সালেহ আহমেদসহ বেশ কয়েকজন।