চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মিলন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সিদ্দিক আলী (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সিদ্দিক উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত রইছ উল্লার পুত্র। গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে চুনারুঘাট থানার এ.এস.আই কবীরের নেতৃত্বে একদল পুলিশ আলীনগর রেমা চা বাগান পাহাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।