স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চেকপোষ্ট বসিয়ে মোটর সাইকেল তল্লাশী শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মোটর সাইকেল তল্লাশী করতে গিয়ে দুইটি মোটর সাইকেল আটক করা হয়েছে। এসময় এক পুলিশ আহত হয়েছে।
জানা যায়, হবিগঞ্জ শহরে বিভিন্ন স্টিকার লাগিয়ে এক শ্রেণীর যুবকরা মোটর সাইকেল দিয়ে অবৈধ মালামাল পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল সদর থানার এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ মোটর সাইকেল তল্লাশী করে। এসময় মোটর সাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাবার সময় পুলিশ সদস্য শহিদুল তাকে ধরতে গিয়ে আহত হয়। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া।