স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ পৃথক অভিযান চালিয় ৪পলাতক আসামীকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বানিয়াচং থানার এসআই হাসানুজ্জামান, এএসআই আব্দুল মজিদ ও এএসআই মনির উদ্দিন এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য গুনই ও মদনমুরত গ্রামে পৃথক অভিযান চালায়। অভিযানকালে গুনই গ্রামের আকবর উল্লাহর পুত্র মর্তুজ মিয়া ও একই গ্রামের মৃত মিয়াধন উল্লার ছেলে সফর উল্লা এবং মদনমুরত গ্রামের মৃত কানাই উল্লার ছেলে মো: সাজু মিয়া ও একই গ্রামের মৃত মরম উল্লার ছেলে আবু মিয়া (৬০)কে গ্রেফতার করা হয়।