বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের প্যালেস লাক্সারী রিসোর্ট থেকে একটি হরিণ শাবক উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে শাবকটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন জানান, বাহুবল উপজেলার হাসনাবাদ গ্রামের ফিরোজ মিয়ার পুত্র মাসুক মিয়া গতকাল বৃহস্পতিবার একটি হরিণ শাবক স্থানীয় পাহাড় থেকে ধরেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন হরিণটি দেখতে তার বাড়িতে ভীড় জমান। পরে তিনি ওই হরিণটি স্থানীয় দি প্যালেস লাক্সারী রিসোর্ট লিঃ-এ ২ লাখ টাকায় বিক্রি করে দেন। খবর পেয়ে বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রাসেদুল কবির ভূইয়া, ফরেস্ট অফিসার তোফায়েল আহমেদ চৌধুরী ও ফরেস্টের স্টাফ রাজু মিয়া ঘটনাস্থলে আসেন। তারা স্থানীয় লোকজনের সহায়তায় প্রথমে ওই রিসোর্টে যোগাযোগ করেন। কিন্তু তারা ওই হরিণটি সম্পর্কে কোন তথ্য দেননি। পরে বনবিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ মাসুক মিয়াকে চাপ প্রয়োগ করলে সে স্বীকার করে হরিণটি রিসোর্টে বিক্রি করেছেন। তার দেয়া তথ্য মতে স্থানীয় ইউপি মেম্বার আবুল হাশিম সহ গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় বনবিভাগের কর্মকর্তারা ওই হরিণ শাবকটি উদ্ধার করেন। পরবর্তীতে হরিণ শাবকটি স্থানীয় ইউপি ও উপজেলা কমপ্লেক্স নিয়ে আসা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুমনা আল-মজীদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, সাতকাপন ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, লামাতাসী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, পুটিজুরী ইউপি চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমানের উপস্থিতিতে হরিণ শাবকটি জঙ্গলে অবমুক্ত করার লক্ষ্যে বনবিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।