প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম দিপুর উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা করেছে জাতীয় ছাত্রসমাজ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল সন্ধ্যা ৭টার দিকে দলের চৌধুরী বাজারস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির (সিলেট) বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা সভাপতি মুস্তাফিজুর রহমান ময়না’র সভাপতিত্বে ও প্রচার সম্পাদক বিপ্লব চন্দ্র দেব এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রসমাজের যুগ্ম প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুবেল আহমেদ, যুগ্ম সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রবিন সরকার, পৌর ছাত্রসমাজের সভাপতি মোঃ উজ্জল আহমেদ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মুন্তাহার, সাংগঠনিক সম্পাদক সাগর চৌধুরী, শেখ সামছুল আলম, হাবিুর রহমান, কুতুব উদ্দিন এরশাদ প্রমূখ।
সভায় বক্তাগণ নূরুল ইসলাম দিপু’র উপর থেকে মামলা প্রত্যাহারের দাবী জানান।