স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাঠখাল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কুলসুমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আহত হয়েছে। সে ওই গ্রামের আব্দুল মতিনের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত কুলসুমা জানায়, প্রতিবেশী জামাল ও আব্দুন নুরের সাথে তার স্বামী আব্দুল মতিনের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল প্রতিপক্ষ তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। এ সুযোগে তারা কুলসুমার উপর হামলা এবং ভাংচুর ও লুটপাট চালায়। গুরুতর আহতাবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।