স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি পেট্রোল পাম্প এলাকার পাশে একটি মাদক আস্তানায় অভিযান চালিয়ে আলী হোসেন (৪০) নামে মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার দেখানো মতে ওই বাড়ি থেকে ১০ বোতল ফেনসিডিল, ৩০ পিছ যৌন উত্তেজক ইয়াবা ও আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ডিবির এসআই রাসেলের নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান চালায়।
এসময় অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে। অনুসন্ধানে জানা যায়, হবিগঞ্জ শহরের নাতিরাবাদ, আলমবাজার, কালিগাছতলা, কামড়াপুর, পইল ও পোদ্দার বাড়ি পেট্রোল পাম্প এলাকায় মাদক স্পট রয়েছে। সন্ধ্যা থেকেই এসব স্পটে মাদক সেবীরা প্রাইভেটকার, সিএনজিসহ বিভিন্ন যানবাহনে করে এসে থাকে। মাদকের কারণে একদিকে যেমন যুব সমাজ ধ্বংস হচ্ছে।