এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া গেল কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে ঘরের চাপায় নিহত রমজাল আলীর পরিবারকে ত্রাণ, দুর্যোগ ও পূণর্বাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সাহায্য দেয়া হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিহতের বৃদ্ধ মাতা ফয়জুন নেছার হাতে ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ এবং পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাউন্সিলর এটিএম সালাম, কাউন্সিলর রুহুল আমীন রফু, কাউন্সিলর সন্তোষ দাশ, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আমিনুল ইসলাম সুমন ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল দিবাগত গভীর রাতে নবীগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে ঘর-বাড়ী গাছ পালা লণ্ডভণ্ড হয়ে যায়। কয়েক হাজার কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়। পাকা-আধা পাকা ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঝড়ের কবলে পড়ে পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের হাজী মৃত মজুমদার মিয়ার পুত্র রমজান আলী (লাল মিয়া) ঘরের ভিতর থাকা অবস্থায় পাশের একটি গাছ ঘরের উপর পড়ে যায়। এতে ঘর ভেঙ্গে লণ্ডভণ্ড হয়ে গাছ তার উপরে পড়ে গুরুতর আহত হয়। সাথে সাথে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে। ক্ষয়ক্ষতির পরিমানসহ নিহতের ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সংশ্লিষ্ট দপ্তর মৃতের পরিবারকে উল্লেখিত টাকার চেক প্রদান করেন।