মোঃ জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ থেকে ॥ বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) এর আয়োজনে ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন পিআইবির মহা-পরিচালক মোঃ শাহ আলমগীর, রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে, ৭১ টেলিভিশন এর বার্তা সম্পাদক পলাশ হাসান, মোহনা টেলিভিশন এর সিনিয়র বার্তা সম্পাদক রহমান মোস্তাফিজ, সহকারী প্রশিক্ষক নাছিমুল আহসান প্রমূখ। কর্মশালায় শায়েস্তাগঞ্জ অঞ্চলের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহন করছেন।
৯ মে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করবেন হবিগঞ্জ-লাখাই আসনের সাংসদ আলহাজ¦ এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার বনিক। ওই দিন সভাপতিত্ব করবেন পিআইবির মহা-পরিচালক মোঃ শাহ আলমগীর।