প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গে পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সুদ মুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বানিয়াচঙ্গ উপজেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সুদ মুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জালাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ রায়হানুল হারুন, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও উপজেলা ইঞ্জিনিয়ার বিপ্লব পাল। সভা শেষে সাগর দিঘীর পূর্বপাড় সমিতির ২০ জনকে ২ লাখ ৪০ হাজার টাকা ও গুনই পশ্চিম সমিতির ১১ জনকে ১ লাখ ১২ হাজার ৮শত টাকা নগদ সুদ মুক্ত ঋণ প্রদান করা হয়।