চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর শহরের পশ্চিম পাকুরিয়া গ্রামের মৃত আলহাজ্ব আঃ আজিজ মেম্বারের বড় ছেলে সৈয়দ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। তিনি গতকাল বুধবার বিকাল ৫টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘ ৩/৪ মাস ধরে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তার নামাজে জানাযা আজ বৃহস্পতিবার যোহর নামাজ বাদ চুনারুঘাট সদর ঈদগাঁ ময়দানে অনুষ্টিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একাধারে ১০নং মিরাশী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বারের দায়িত্ব পালন করেন। এছাড়া চুনারুঘাট খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি ও চুনারুঘাট সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।