স্টাফ রিপোর্টার ॥ ঘটনাস্থল মাছুলিয়া ব্রিজ এলাকার খোয়াই নদীর পাড়। একটি প্লাস্টিকের বস্তা পড়ে আছে। বস্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। মাছি ভনভন করছে। স্থানীয় লোকদের নজরে আসে বস্তাটি। বস্তার ভেতরে লাশ রয়েছে বলে ধারণা করেন লোকজন। এ খবরে আশপাশের শত শত মানুষ এসে খোয়াই নদীর উভয় তীরে ভীড় জমায়। খবর দেয়া হবিগঞ্জ থানায়। পুলিশ তাৎক্ষনিক ছুটে যায় ঘটনাস্থলে। পরে নদী থেকে উদ্ধার করা হয় বস্তাটি। টুলিশের উপস্থিতিতে বস্তার মুখ খুলতেই এর ভেতর থেকে বেরিয়ে আসে মরা মোরগ। শেষ পর্যন্ত মরা মোরগগুলোকে মাটি পুতে রাখা হয়। সাধারণ মানুষও স্বস্তির নি:শ্বাস ফেলে।