কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্ত্বর এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় ইউপি মেম্বার হাজী মোঃ বদরুল ইসলাম বকুল নিহত ও তার সঙ্গী আউশকান্দি এনা পরিবহন কাউন্টারের ম্যানেজার বকুল মিয়া গুরুতর আহত হয়েছেন। নিহত বকুল মেম্বারের নামাজের জানাযা আজ বিকাল ২টা ৩০ মিনিটের সময় আউশকান্দি র,প উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্টিত হবে।
উল্লেখ্য, আউশকান্দি ইউনিয়নের মেম্বার হাজী মোঃ বদরুল ইসলাম বকুল তার সঙ্গী বকুল মিয়াকে নিয়ে রাতে দিনারপুর থেকে মোটর সাইকেল যোগে আউশকান্দির উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত সোয়া ১১টার দিকে তারা আউশকান্দি কিবরিয়া চত্ত্বরের নিকটে দূর্ঘটনা কবলিত হন। স্থানীয় লোকজন তাদেরকে আহত ও অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। তাদের ব্যবহৃত মোটর সাইকেলটিও ধুমড়ে মুছড়ে যায়। লোকজন তাদের উদ্ধার করে অচেতন অবস্থায় সিলেট নিয়ে যাওয়ার পথে হাজী মোঃ বদরুল ইসলাম বকুল মেম্বার মারা যান। অপর আহত বকুল মিয়াকে অচেতন অবস্থায় সিলেট মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, ঘটনাস্থলে রাস্থার উপর আড়াআড়ি করে একটি ট্রাক পার্কিং করে রাখা হয়। এতে সংকোচিত হয়ে যায় রাস্তা। এ কারণেই হয়ত মেম্বার বকুল মোটর সাইকেল দূর্ঘটনা কবলিত হন। এ সময় এলাকাবাসী উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন প্রায় দেড় ঘন্টা।
এদিকে হাজী মোঃ বদরুল ইসলাম বকুল মেম্বার মারা যাওয়ার সংবাদ শুনে গতকাল নিহতের বাড়িতে ছুটে যান নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য মুমিন চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী, পৌর মেয়র তোফাজ্জল হোসেন চৌধুরী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। এসময় তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানান।